৮ আগস্ট ২০২৩ - ১৭:৫৫
মধ্যপ্রাচ্যে আমেরিকার যেকোন অপকর্মের জবাব দেবে ইরান

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে জাহাজ আটকসহ যেকোনো ধরনের মার্কিন অপকর্মের জবাব দেবে ইরান। আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ গতকাল (সোমবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ইরান ক্ষমতার এমন পর্যায়ে পৌঁছেছে যার সাহায্যে  জাহাজ আটকসহ আমেরিকারযেকোন অপকর্মের জবাব দেয়া ইরানের পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, আঞ্চলিক দেশগুলো সঠিকভাবেই বুঝতে পেরেছে যে, ইরান এ অঞ্চলের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে। রামেজান শরীফ বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার সাথে সরাসরি সংঘাতে আঞ্চলিক দেশগুলো আমেরিকার দুর্বলতা এবং ইরানের শক্তিমত্তা দেখেছে। সেখান থেকে তারা বুঝতে পেরেছে যে, পারস্য উপসাগরের নিরাপত্তা অবশ্যই এর উপকূলবর্তী দেশগুলোর মাধ্যমে নিশ্চিত করতে হবে।”

গতকাল মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে, কৌশলগত হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা মধ্যপ্রাচ্যে তিন হাজারের বেশি নৌ এবং মেরিন সেনা মোতায়েন করেছে। এই ঘোষণার পর জেনারেল রামেজান শরীফ আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

এর আগে আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, গত দুই বছরে ইরান অন্তত ২০টি বিদেশি জাহাজ আটক কিংবা আটকের চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইআরজিসি’র নৌ শাখা গত কয়েক বছরে ইরানি এবং বিদেশি কয়েকটি তেলবাহী জাহাজের ওপর জলদস্যু কিংবা শত্রুদের হামলা নস্যাৎ করেছে। এছাড়া, চোরাচালান হওয়া অন্তত ৫ কোটি লিটার জ্বালানি তেল আটক করেছে। এ অবস্থায় ইরান বলছে, এ অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েনের অর্থই হচ্ছে- পারস্য উপসাগর এবং এর আশপাশের এলাকার স্থিতিশীলতা বিনষ্ট করা এবং এতে এ অঞ্চলে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে।#

342/